বেশ কিছুদিন ব্যাট হাতে মাঠে ঝড় তুলতে পারছেন না ইন্ডিয়ান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিছুদিন আগে স্বেচ্ছায় অধিনায়কত্ব ছাড়েন। এবারের আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টের অধিনায়কত্বও হারান তিনি। এতকিছু হারানোর পরও সাবেক পর্ন অভিনেত্রী সানি লিওনের মনে ঠিকই জায়গা করে রেখেছেন ভারতের সর্বকালের সেরা এই অধিনায়ক। লাখো ভক্তের মধ্যে ধোনির অন্যতম এক পাগল ভক্ত সানি।
ধোনিই নাকি তার সবচেয়ে প্রিয় ক্রিকেট তারকা। সম্প্রতি নিজেই এই কথা জানিয়েছেন বর্তমানের বলিউড হার্টথ্রব।
সম্প্রতি টুইটারে প্রশ্নোত্তর পর্বে ভক্তদের মুখোমুখি হয়েছিলেন সানি। সেখানে তার কাছে প্রশ্ন ভেসে আসে, তার প্রিয় ক্রিকেটার কে। জবাবে এতটুকুও সময় নেননি সাবেক এ পর্নতারকা। সটান মহেন্দ্র সিংহ ধোনির নাম জানিয়ে দেন তিনি।
পাশাপাশি, সানি জানিয়ে দেন প্রিয় দলের নাম। আর সেটা ভারতীয় ক্রিকেট দল। একজন 'পাগল' ক্রিকেট ভক্তের মতোই ভারতের প্রত্যেক ম্যাচ দেখেন তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ