সকলের কাছে তিনি ‘বাহুবলি’ ছবির বল্লাল দেব নামেই বেশি পরিচিত। অনেক নারীর স্বপ্নের সুপুরুষ তিনি। গত শুক্রবার মুক্তি পেয়েছে এ তারকার ‘বাহুবলি ২’ ছবিটি। তাই তাকে ঘিরে চলছে অন্যরকম উন্মাদনা। বলছিলাম তেলেগু তেলেগু তারকা রানা ডাগ্গুবাতির কথা।
সম্প্রতি এই অভিনেতার একটি অজানা তথ্য জানা গেল, যা রীতিমত বিস্ময়কর। যা তার ভক্তদের চোখের ঘুম ত্যাগ করার জন্য যথেষ্ট। ছোট থেকেই রানা ডাগ্গুবাতির এক চোখের দৃষ্টি শক্তি নেই। ডান চোখে কিছু দেখতে পান না। আর এই তথ্য সম্প্রতি তিনি নিজেই জানিয়েছেন এক সংবাদ মাধ্যমে।
সম্প্রতি একটি তেলেগু শো-তে উপস্থিত ছিলেন রানা সেখানে বলেন, ‘আমি আপনাদের একটা কথা জানাতে চাই। আমি ডান চোখে অন্ধ। আমি যা দেখার তা কেবল বাঁ চোখ দিয়েই দেখতে পাই। যদি আমার বাঁ চোখ বন্ধ হয়ে যায়, আমি কিছুই দেখতে পাব না।’
সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি-প্রতিদিন/ ০১ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬