কণ্ঠশিল্পী শহীদ ও নদীর দ্বৈত কণ্ঠে গাওয়া ‘কী যাদু’ শিরোনামের গানটির লিরিক্যাল ভিডিও এখন ইউটিউবে পাওয়া যাচ্ছে। গতকাল জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এটি। গানের কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম।
গানটি জিপি মিউজিকে ডিজিটালি প্রকাশ হয় ভালবাসা দিবসে।
গানটি সম্পর্কে শহীদ বলেন, ‘গানটি গেল ভালোবাসা দিবসে প্রকাশ হয়েছে। শ্রোতা-ভক্তদের ভালো সাড়া পেয়েছি। গানটির মধ্যে অনেক রোমান্স আছে। আশা করছি লিরিক্যাল ভিডিওতেও সাড়া দেবেন সবাই।’
একজন সফল ব্যবসায়ীর পাশাপাশি সৈয়দ শহীদ একজন জনপ্রিয় গায়ক। 'দূরবীন' নামে আছে তার একটি ব্যান্ডদল। এই ব্যান্ডের হয়ে শহীদের গাওয়া ‘এক জীবনে এতো প্রেম’ গানটি খুব জনপ্রিয়তা পায়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ