আর ক'দিন বাদেই যমজ সন্তানের মা হতে যাচ্ছেন মার্কিন পপ সঙ্গীত তারকা বিয়ন্সে নোয়েলস। এই সময়ে তার প্রয়োজন পূর্ণ বিশ্রাম। কিন্তু তা না মেনে হন্যে হয়ে বাড়ি খুঁজছেন মার্কিন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী এ তারকা। জানা গেল, কয়েকবছর ধরে লস অ্যাঞ্জেলেসে বাড়ি খুঁজছেন বিয়ন্স ও তার স্বামী জে জি। কিন্তু নিজেদের সামর্থ্যের মধ্যে কাঙ্ক্ষিত বাড়ি না পেয়ে হতাশ এই দম্পতি!
একাধিক রিয়েল এস্টেট কোম্পানি এক গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন। তাদের মতে, বেয়ন্স ও জে জি’র বাড়ির জন্য বাজেট ৮০ মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু তাদের পছন্দ হয় এরচেয়ে অধিক মূল্যের বাড়ি। আর তাই পছন্দের বাড়ি কিনতে পারছেন না তারা।
জানা যায়, সম্প্রতি নাকি একটি বাড়ি পছন্দ হয়েছিল তার। কিন্তু এই বাড়ির দাম আকাশছোঁয়া। প্রায় ১৩৫ মিলিয়ন ডলারের বাড়ি পছন্দ করে বসেন এই শিল্পী। কিন্তু তাদের একটু ঘনিষ্ঠ সূত্র জানায়, বাড়িটি কেনেন নি এই তারকা দম্পতি। তারা আরও বাড়ি দেখে বেড়াচ্ছেন।
এদিকে আগামী জুনের মধ্যে যমজ সন্তান জন্ম দেয়ার কথা রয়েছে বিয়ন্সের। এছাড়াও ব্লু আইভি নামের তাদের আরেকটি কন্যা সন্তান রয়েছে। সন্তানদের জন্যই বড় বাড়ির খোঁজে আছেন বিয়ন্স।
সূত্র- ডেকান ক্রনিকলস
বিডি প্রতিদিন/ ১ মে, ২০১৭/ ই জাহান