বলিউড অভিনেত্রী সোনম কাপুর গতবছরটা বেশ ভালভাবেই পার করেছেন। ‘নীরজা’ সিনেমা দিয়ে জায়গা করে নেন ভক্তদের হৃদয়ে। পেয়েছেন সমালোচকদের প্রশংসাও, আর বছর শেষে ঝুলিতে পুরেছেন একাধিক পুরস্কার। তবে সময় সবসময় ভালো যাবে, তা আশা করা কঠিন।
সম্প্রতি সোনমের অত্যন্ত কাছের মানুষ নানিকে হারিয়েছেন তিনি। গেল শনিবার ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোনমের নানি। আর সেকারণেই শোকাহত এই অভিনেত্রী।
সোনম জানান, তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার নানি। প্রিয়জনদের মধ্যে সবচেয়ে কাছের একজনও ছিলেন। তবে সেই প্রিয়জন আর বেঁচে নেই! ব্যক্তিগত টুইটারে নানিকে উৎসর্গ করে একটি টুইট লেখেন এই নায়িকা। সেই সঙ্গে পোস্ট করেন নানির সঙ্গে তার ছোটবেলার একটি ছবি।
সূত্র- ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন/ ১ মে, ২০১৭/ ই জাহান