বলিউড শব্দটি উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে উঠে এক বিশাল সুবিন্যস্ত রূপালী জগতের কর্মযজ্ঞ। এই ফিল্ম পাড়া থেকে প্রায়ই কিছু রিয়ালিস্টিক চরিত্র উঠে আসে সিনেমাটিক কারিশমা দিয়ে। এরকমই একটি চরিত্র সম্প্রতি উঠে এসেছে। এর নাম আনারকলি। স্বারা ভাস্কর অভিনীত ‘আনারকলি অব আরা’ ছবিটি গত ২৪ মার্চ মুক্তি পেয়েছে। ছবিতে স্বরার চরিত্রটির নাম আনারকলি। তিনি ভারতের বিহারের আরা শহরের বাসিন্দা। পরিচালনায় অবিনাশ দাসের হাতেখড়ির এই ছবিতে স্বরা ভাস্করকে অভিনয় করতে হয়েছে একজন 'নাচনেওয়ালি'র চরিত্রে। আর এ চরিত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টটি হলো যৌন হেনস্থার বিরুদ্ধে লড়াই।
ছবিতে ‘নাচনেওয়ালি’ আনারকলিকে প্রতি পদে পদে লড়তে হয় যৌন হেনস্থার বিরুদ্ধে। গল্পের মোড় ঘুরে যখন আনারকলি স্টেজে পারফর্ম করার সময় নিগৃহীত হন। এরপর তিনি বিহার ছেড়ে চলে যান দিল্লি। কিন্তু দিল্লিতে গেলেন যে আশায় সেটাও ব্যর্থ। সেখানেও একই পরিস্থিতি। তবে যদি কেউ সবসময় সাহায্য করে থাকে, তাহলে সেটা হচ্ছে তাঁর গান। কেউ কেউ বলছেন ছবিটির কাহিনী ভারত বর্ষের বর্তমান প্রেক্ষাপটের উপর নির্মিত। কেউবা বলছেন এ দৃশ্য এখন কমে গেছে। তবে, যে যাই বলুক না কেনো দর্শক হৃদয়ে আলাদা একটি জায়গা করে নিয়েছে এ আনারকলি।
প্রকৃত পক্ষে অসংগঠিত ক্ষেত্রে এক নারীর অসম লড়াইয়ের গল্পের নাম 'আনারকলি অব আরা'। ছবিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় মিশ্রা, পঙ্কজ ত্রিপাঠী, ইস্তেয়াক আহমেদ।
বিডি প্রতিদিন/১ মে ২০১৭/হিমেল