মোট চারটে ছবিতে জেমস বন্ড রূপে পরদায় আবির্ভূত হয়েছিলেন পিয়ার্স ব্রসনান। কিন্তু চারটে ছবির একটারও স্ক্রিপ্ট মনমতো ছিল না তাঁর!
যে ক’টা বন্ড-মুভি’তে অভিনয় করেছিলেন পিয়ার্স, সবক’টাই নাকি হতাশ করেছিল অভিনেতাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পিয়ার্স বলেছেন, 'একের পর এক ছবিতে কাজ করে গেলেও ভিতর থেকে তৃপ্তি পেতাম না একেবারেই। আমার চারপাশের দুনিয়া আর সিনেমার জগৎটা পাল্টে যাচ্ছিল তখন। সেই সময়ে দাঁড়িয়ে মনে হতো, বন্ড-ছবির চিত্রনাট্য কি আরেকটু বাস্তবসম্মত হতে পারে না?'
যদিও হতাশা কাটিয়ে উঠে গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছিলেন অভিনেতা। তিনি আরো বলেন, 'একটা সময়ের পরে অবশ্য জেমস বন্ডের চরিত্রটা আর বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোটাই চুটিয়ে উপভোগ করতাম শুধু।'
বিডি প্রতিদিন/২ মে ২০১৭/হিমেল