বড় একটি সুযোগ আসতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায়ের সামনে।এবার তাঁর ডাক এল বলিউড থেকে। এবার পার্শ্বচরিত্র নয়, আরও গুরুত্বপূর্ণ চরিত্রে। তার বিপরীতে কে আছেন? শুনলে চমকে যাওয়ারই কথা। কারণ, পরমের বিপরীতে আছেন অানুশকা শর্মা।
১ মে ছিল অানুশকার জন্মদিন। সেদিনই ঘোষণা হয়ে গেল, নতুন ছবিতে তাঁর সঙ্গী পরমব্রত। বিষয়টি আর নিছক জল্পনার স্তরে রইল না। জাতীয় সংবাদমাধ্যমেও রাতারাতি শিরোনামে চলে এলেন বাংলার এই অভিনেতা।
ছবির নাম পরি। পরিচালক বাঙালি, প্রসিত রায়। এটিই তাঁর প্রথম ছবি। পরমব্রতকে নেবেন, মোটামুটি ঠিকই ছিল। কিন্তু অানুশকা রাজি হবেন কিনা, তা নিয়ে সংশয় ছিল।
সূত্রের খবর, চিত্রনাট্য পড়ার পর অানুশকা শর্মাও রাজি হয়ে গিয়েছেন। তিনিই ছবিটি প্রযোজনা করবেন। এর আগেও আঞ্চলিক নায়কদের সঙ্গে কাজ করেছেন অানুশকা। পরমব্রতের কাজও দেখেছেন। পরমের সঙ্গে কাজ করতে যে আপত্তি নেই, তাও জানিয়ে দিয়েছেন। দুজনের মধ্যে এই নিয়ে কথাও হয়েছে। সম্ভবত জুন থেকেই শুটিং শুরু হয়ে যাচ্ছে।
সূত্র: আজকাল
বিডি প্রতিদিন/ ২ মে, ২০১৭/ই-জাহান