সিনেমা মানেই নায়কের সাথে ভিলেনের হাড্ডাহাড্ডি লড়াই। আর সেখানে শেষ জয়টা হবে নায়কের। এটাই স্বাভাবিক। তবে অভিনয় দক্ষতায় অনেক সময় ভিলেনের কাছে হার মানতে হয় নায়ককে। আর এমনটাই ঘটেছে বাহুবলী সিরিজের বল্লালদেব চরিত্রে অভিনয় করা রানা দাগ্গুবাতির ক্ষেত্রে। 'বাহুবলী: দ্য বিগিনিং' ছবিতেই নজর কেড়েছিলেন রানা। সম্প্রতি 'বাহুবলী: দ্য কনক্লুশন' মুক্তি পাওয়ার পর থেকে অ্যান্টাগনিস্ট রাজা বল্লালদেব সুপার হিট। নায়ক প্রভাসের সঙ্গে সঙ্গে তার নামও ছড়িয়ে পড়েছে আসমুদ্রহিমাচল।
তবে আজকের বিষয় সেটা না। মূল বিষয় হলো, সফল অভিনেতা রানার জীবনের এক করুণ কাহিনী। যা তিনি এতদিন বলতে পারেননি। তবে সম্প্রতি গণমাধ্যমে রানা জানালেন তার জীবনের সব থকে গুরুত্বপূর্ণ তথ্য। রানা জানিয়েছেন, তার একটি চোখ সম্পূর্ণ অন্ধ। অন্য চোখটি দিয়েই তিনি দেখতে পান। সক্ষম চোখটি আবার অন্য এক ব্যক্তির দান। তেলুগু ভাষার একটি চ্যাট শোতে সম্প্রতি রানা এই তথ্য প্রকাশ করেছেন।
এটি একটি অনুপ্রেরণামূলক সেলিব্রিটি টক শো। এখানে খ্যাতজনেরা শ্রোতাদের জীবনের সমস্যের কথা শোনেন এবং তাদের প্রেরণা দেন। এখানেই জনৈক দর্শকের ফোনের প্রেক্ষিতে রানা জানান তার নিজের অক্ষমতার কথা। তবে জীবনের কাছে হার মানেননি 'বল্লালদেব'। তিনি আরও বলেন, এই প্রতিবন্ধকতা তার জীবনে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। তার ডান চোখটি সম্পর্ণ অকেজো হওয়া সত্ত্বেও তিনি তার উদ্দেশ্যে সফল। যে নারী তাকে ফোন করেছিলেন তিনিও অন্ধ। রানা তাকে জানান, অন্ধত্ব জীবনের ইতি নয়। এর পরেও জীবনের অনেক কিছুই বাকী থাকে।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৭/ওয়াসিফ