ছবিটি পোস্টটি করেছিলেন সুশান্ত সিং রাজপুত। কিন্তু খবরের শিরোনামে চলে এলেন আমির খান। সৌজন্যে আমিরের চেহারায় ছোট্ট একটি পরিবর্তন। যা মিডিয়াতে তো বটেই, শোরগোল ফেলে দিয়েছে বলিউড টাউনেও। কারণ আমিরের নাকে দেখা গিয়েছে ছোট্ট একটি নাকফুল৷
সাতসকালে একই জিমে শরীরচর্চার জন্য গিয়েছিলেন সুশান্ত ও আমির। নিজের অনুপ্রেরণাকে সামনে পেয়ে তাঁর সঙ্গে সেলফি তোলার সুযোগ ছাড়তে চাননি সুশান্ত। ছবি তুলে তা সোশ্যাল মিডিয়া টুইটারেও পোস্ট করেন। তখনই নেটদুনিয়ার বাসিন্দাদের নজরে আসে আমিরের নাকের প্রতি। এরপরই শুরু হয়ে যায় প্রশ্নের পালা। কেন হঠাৎ নাকফুল পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট তাই নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ।
অনেকেরই ধারণা, আমিরের এই নতুন লুক তার আসন্ন ছবি ‘ঠগস অব হিন্দোস্তান’-এর জন্য। যাতে এই প্রথমবার অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করছেন আমির। কিছুদিন আগে শাহেনশারও একটি ছবি সামনে এসেছিল। যাকে ‘ঠগস অফ হিন্দোস্তান’ লুক বলে দাবি করা হয়েছিল। কিন্তু পরে জানা যায় সেটি অমিতজির একটি বিজ্ঞাপনের লুক।