চীনে বড় করে মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত ছবি 'টিউবলাইট'। এই প্রথম বলিউডের কোনও ছবি চীনের মাটিতে এত বড় করে মুক্তি পাবে। এর আগেও যদিও কবির খান পরিচালিত ও সালমান খান অভিনীত ছবি 'বজরঙ্গি ভাইজান' চীনে যথেষ্ট হিট করেছিল। টিউবলাইট ছবির পরিচালকও কবির খান।
'টিউবলাইট' ছবিতে অবশ্য সরাসরি ভাবে চীন যুক্ত। কারণ ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। এছাড়া এই ছবিতে বিপরীতে যে অভিনেত্রীকে দেখা যাবে তিনি হলেন চিনের অভিনেত্রী জু জু।
ছবি মুক্তির আগে প্রচার নিয়ে বড় করে তোড়জোড় শুরু করে দিয়েছে ‘টিউবলাইট’ ছবির টিম। ছবির প্রচারের জন্য বেশ কিছুদিনের জন্য চীন সফরেও যাবেন সলমন। কিন্তু ঠি কী কী ভাবে প্রচার করবেন সে ব্যাপারে তিনি এখনও মুখ খোলেননি।
সালমান খান জানিয়েছেন, “চীন একটি বড় বাজার। এই দেশের সিনেমা হলগুলি অসাধারণ। সেই সঙ্গে চিনের সঙ্গে এই ছবির সরাসরি যোগ আছে।”