চলচ্চিত্র, নাটক, মঞ্চ, সংগীতসহ সাংস্কৃতিক অঙ্গনের সব শিল্পীকে একই মঞ্চে নিয়ে আসতে 'শিল্পী কলাকুশলী একতা সমিতি' গঠন করেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক ফারুক। সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন ফারুক নিজেই।
আবু মুসা দেবুকে সদস্য সচিব করা হয়েছে। ১১ সদস্যের আহ্বায়ক কমিটিতে আরও আছেন দিলারা ইয়াসমিন, নুর মোহাম্মদ মনি, মঞ্জুশ্রী বিশ্বাস, শিল্পী চক্রবর্তী, অনুতোষ বড়ুয়া, মোস্তাফিজুর রহমান মানিক, বদিউজ্জামান বাবলু, আনোয়ার সিরাজী, ফিরোজ খান প্রিন্স।
ফারুক বলেন, এখন শিল্পী ও কলাকুশলীদের এমন একটি সংগঠনের খুবই প্রয়োজন। এখানে সাংস্কৃতিক অঙ্গনের সবাইকে রাখা হবে। সারা বাংলাদেশে এর কমিটি করা হবে। এখন শুধু আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এরপর সবার পরামর্শ নেবো আমরা। পরামর্শ অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
বিডি প্রতিদিন/৩ মে, ২০১৭/ফারজানা