বলিউডে এর আগে 'কফি উইথ করণ'-এ গিয়ে স্বজনপ্রীতির কথা বলে অনেকের তোপের মুখে পড়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার দেশটির এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বলিউডে স্বজনপ্রীতি নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর দাবি তিনিও এর শিকার। আগে বহুবার তাঁকে অনেক ছবিতে সই করানোর পরও ছেঁটে ফেলা হয়েছে, এই বলে যে প্রযোজকের কাছে অন্য নায়িকার নাম সুপারিশ করা হয়েছে। প্রথমে খারাপ লেগেছে, কেঁদেছি, তারপর ফের ঘুরে দাঁড়িয়েছি, মন্তব্য প্রিয়াঙ্কার।
কঙ্গনার স্বজনপ্রীতির অভিযোগ তোলার পর অনেকে তাঁর সমর্থন করলেও আলিয়া ভাটের মতো তারকারা বলেছিলেন তারকা সন্তান মানেই তাঁদের পথচলা খুব মসৃণ এমন নয়। শেষ পর্যন্ত প্রতিভাই শেষ কথা বলে। এবিষয়ে অবশ্য প্রিয়াঙ্কাও একমত। যার ভেতর প্রতিভা আছে, ক্ষমতা আছে, সাফল্য তাঁকে ছোঁবেই। সেজন্য আজ হলিউডেও সফল সাবেক এই বিশ্ব সুন্দরী।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৭/মাহবুব