শাহরুখ খানের 'রইস' এ বছর প্রায় ৩০০ কোটির বেশি ব্যবসা করেছে। বলিউড বাদশার অসংখ্য ভক্ত একাধিক বার দেখেছেন চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া অ্যাকশন-প্যাক্ড এ ছবিটি।
তবে 'রইস'র বেশ কিছু দৃশ্য দেখেননি কেউই। কারণ, এই দৃশ্যগুলি বাদ দেওয়া হয়েছিল ছবি থেকে। বার বার হলে গিয়ে বা ডিভিডি কিনেও 'রইস'র যে দৃশ্যগুলি দেখা যায়নি, সেই দৃশ্যগুলি।
বিডি প্রতিদিন/৪ মে, ২০১৭/ফারজানা