'আমার মুক্তি আলোয় আলোয়' শিরোনামে রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা। তার বাবা অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের গানও আছে এতে।
অ্যালবামটিতে মোট ছয়টি গান থাকছে। স্বস্তিকার গলায় তিনটি। সন্তু মুখোপাধ্যায় গেয়েছেন দুইটি। একটি গানে যৌথ ভাবে গলা মিলিয়েছেন বাবা-মেয়ে। একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। অ্যালবামটি আজ বৃহস্পতিবার প্রকাশ করার কথা রয়েছে।
স্বস্তিকা বলেছেন, আমার কাছে বাবার কাজের কোনও আর্কাইভ নেই। ছোট থেকেই বহু বার শুনেছি বাবার অ্যালবাম করার খুব ইচ্ছে ছিল। নানা কারণে হয়ে ওঠেনি। তাই বাবাকে নিয়েই কাজটা করব ঠিক করেছিলাম। কিন্তু বাবাকে রাজি করানোটা বেশ কঠিন ছিল। বাবা খালি বলত, কী দরকার এসবের? বয়স হয়েছে। গানের গলাটা খারাপ হয়ে গিয়েছে। তারপর আমি রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করিয়েছি। খুব পছন্দের গানগুলো গেয়েছি আমি। বাবা মূলত পূজা পর্যায়ের গান গেয়েছেন।
বিডি প্রতিদিন/৪ মে, ২০১৭/ফারজানা