সড়ক দুর্ঘটনায় মডেল সনিকা সিং চৌহানের মৃত্যুর ঘটনায় পুলিশি ঝামেলায় আছেন বিক্রম চট্টপাধ্যায়। গতকাল বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তার আগেই হাসপাতালে গিয়ে নোটিশ ধরিয়ে দিয়ে এসেছে পুলিশ। জানানো হয়, আগামী ৭ দিনের মধ্যেই টালিগঞ্জ থানায় হাজিরা দিতে হবে জিজ্ঞাবাদের জন্য। এই পরিস্থিতিতে আজ শুক্রবার আদালতে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেছেন বিক্রম।
গত শনিবার ভোর রাতে একটি দুর্ঘটনার মুখোমুখি হন এই অভিনেতা। তিনিই গাড়ি চালাচ্ছিলন। সঙ্গে ছিলেন মডেল সোনিকা সিং। সেই দুর্ঘটনায় সোনিকার মৃত্যু হয়। গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বিক্রম।
কলকাতা পুলিসের পক্ষ থেকে এবং সোনিকার পরিবারের পক্ষ থেকে বিক্রমের নামে এফআইআর করা হয়। অনিচ্ছাকৃত খুনের মামলা (৩০৪ এ ধারায়) দেওয়া হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সাতদিনের মধ্যে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সাতদিন সময় না নিয়ে পরেরদিনই আদালতে আত্মসমর্পন করেন বিক্রম। তাঁর আইনজীবীর দাবি, বিক্রম একজন পরিচিত অভিনেতা, তিনি তদন্তে সবরকম সহযোগিতা করবেন, কোথাও পালিয়ে যাবেন না, তিনি গুরুতর অসুস্থ। তাই তাঁকে যেন জামিন দেওয়া হয়। দুপুর দুটো নাগাদ আলিপুর আদালতের সিদ্ধান্ত জানা যাবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ