ফ্যাশন ওয়ার্ল্ডে হাড্ডিসার মডেলদের আইনগতভাবে নিষিদ্ধ করল ফ্রান্স। ফলে কোনো শো'তে অংশ নিতে চাইলে মডেলদের এখন তাদের শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকের দেয়া সার্টিফিকেট দেখাতে হবে। এজন্য তাদের উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বডি মাস ইনডেক্স (বিএমআই) থাকতে হবে। এ ব্যাপারে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কম খাওয়ার প্রবণতা রোধ ও সৌন্দর্যের অপ্রত্যাশিত মানদণ্ড কামনার বিরুদ্ধে লড়াই করাই এ আইনের উদ্দেশ্য।
ফ্রান্সের সমাজ ও স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী মরিসোল ট্যুরেইন শুক্রবার এক বিবৃতিতে বলেন, শরীরের অবাস্তব আকৃতি ‘আদর্শ’ হওয়ার ফলে স্বাস্থ্য সম্পর্কিত আচরণে সমস্যা দেখা দেয়। এতে করে তাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। এমনকি এটি তাদের মৃত্যুমুখেও ঠেলে দেয়। এছাড়া, আইন লঙ্ঘন করে কোনো নিয়োগকর্তা সাইজ জিরো মডেলদের দিয়ে কাজ করালে ৭৫ হাজার ইউরো জরিমানার পাশাপাশি ছয় মাসের কারাদণ্ড হতে পারে বলেও জানিয়ে দেয়া হয়।
উল্লেখ্য, কেবল ফ্রান্সেই ফ্যাশনের জগতে চরম রোগা মডেলদের নিষিদ্ধ করা হয়নি। এরআগে ইসরায়েল, স্পেন, ইতালিতেও হাড্ডিসার মডেলদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৭/ওয়াসিফ