ভারতীয় সিনেমাকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছে দক্ষিণী সিনেমা সিরিজ বাহুবলী। বাহুবলি-দ্য বিগিনিং এবং বাহুবলি-দ্য কনক্লুশন দুই পর্বের সিনেমাটি উত্তাপ ছড়িয়েছে দেশে বিদেশে।
ভারতীয় সিনেমার ইতিহাসে বক্স অফিসে রেকর্ড সর্বোচ্চ সাফল্য পেয়েছে এস এস রাজামৌলি পরিচালিত ছবিটি। এই দেশজোড়া সাফল্যের মধ্যেই ছবিটির বেশ কয়েকটি ভুল ধরলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির পরিচালক ভিগনেশ শিব। শুধু তাই নয়, ভুলগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি। জানেন সেই ভুলগুলো কি?
১) ভিগনেশের দাবি, মাত্র ১২০ টাকার বিনিময়ে এত ভালো একটা ছবি দেখানো উচিত নয়। নির্মাতাদের উচিত ছিল, প্রযোজকের অ্যাকাউন্ট নম্বর বা ঠিকানা দিয়ে দেওয়া। যাতে দর্শকরা টাকা পাঠিয়ে দিতে পারেন।
২) ছবির দৈর্ঘ্য খুব কম বলে অভিযোগ করেছেন ভিগনেশ। মাত্র তিন ঘণ্টায় এমন একটা দুর্দান্ত অভিজ্ঞতা শেষ হয়ে যাবে, এটা মোটেই ঠিক নয়।
৩) এত ডিটেলিং আর পারফেকশন রয়েছে ছবিতে যে অন্য সব পরিচালকরা মাথা নত করতে বাধ্য হচ্ছেন। এমনকী নিজেদের প্রোডাক্ট নিয়ে নতুন করে ভাবনাচিন্তাও করতে হবে তাদের।
৪) পরিচালক এসএস রাজামৌলি ঘোষণা করেছিলেন বাহুবলীর আর কোনো পার্ট হবে না। তা নিয়েও প্রবল আপত্তি ভিগনেশের। তার দাবি, আগামী ১০ পর্বেও বোধহয় এর কনক্লুশন সম্ভব নয়।
৫) কঠিন সময় আসছে, মনে করেন ভিগনেশ। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন রেকর্ড তৈরি হচ্ছে, সেই বেঞ্চমার্ক কবে ভাঙা সম্ভব হবে, তা নিয়েও সংশয়ে ভিগনেশ।
আসলে ঘুরিয়ে এ ছবির প্রশংসাই করেছেন ভিগনেশ। তাই তার টুইট দেখে হেসে প্রতিক্রিয়া দিয়েছেন এস এস রাজামৌলি।
সূত্র: ডিএনএ
বিডি প্রতিদিন/ ৬ মে ২০১৭/ ই জাহান