'ডিয়ার মায়া' ছবি দিয়ে দুই বছর পর বলিউডে প্রত্যাবর্তন হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মণীষা কৈরালার। সুনায়না ভাটনাগর নির্মিত ছবিটির ট্রেইলার গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে।
এর আগে 'জাব উই মেট', 'লাভ আজ কাল', 'রকস্টার' খ্যাত নির্মাতা ইমতিয়াজ আলীর সহকারী হিসেবে কাজ করেছেন ভাটনাগর। এবার তার নির্মিত 'ডিয়ার মায়া' মুক্তি পাচ্ছে চলতি বছরের ২ জুন।
'ডিয়ার মায়া' ছবিতে মায়া দেবী চরিত্রে অভিনয় করছেন মণীষা। এতে আরও অভিনয় করছে মাহিদা ইমাম, শ্রেয়া চৌধ্রি, রোহিত শারাফ, ইরাবতী হর্ষ শাহিল শ্রফ।
যুবতী বয়সে মায়া দেবীর জন্য অনেক বিয়ের প্রস্তাব আসে। কিন্তু তাদের কেউ-ই মায়াকে বিয়ে করতে রাজি হন না। ফলে মায়াকে বাকিটা জীবন একাই পথ চলতে হয়। একা পথ চলতে গিয়ে জীবনযাপনে ব্যাপক পরিবর্তন আসে মায়ার। নিজেকে একেবারে গুটিয়ে ফেলেন। প্রৌঢ়ত্বে প্রতিবেশী দুই কিশোরী মায়াকে পরিচয় লুকিয়ে চিঠি লিখে। মায়াকে বিয়ের জন্য দেখতে এসেছিল তেমনই এক যুবকের পরিচয় দিয়ে চিঠি লেখে তারা। চিঠি পেয়েই নাটকীয় পরিবর্তন আসে মায়ার চরিত্রে। শিমলার বাসিন্দা মায়া দীর্ঘদিন পর ঘর থেকে বের হয় সেই যুবককে খুঁজতে যে তাকে চিঠিতে মুগ্ধতার কথা জানিয়েছিল। বিপাকে পড়ে দুই কিশোরী। তারাও খুঁজতে বের হয় মায়াকে।
(হিন্দুস্থান টাইমস অবলম্বনে)
বিডি প্রতিদিন/৬ মে, ২০১৭/ফারজানা