সঙ্গীত পরিচালনায় এ আর রহমান অস্কারের মত সম্মাননা জিতে নিয়েছেন বলিউডের প্রখ্যাত এই সুরকার। সুর করার পাশাপাশি তিনি গানও করতেন। এবার এই গুণী সঙ্গীত পরিচালক নামছেন সিনেমা পরিচালনায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান জানিয়েছেন, ‘আমি মনে করি সবকিছু করা যেতে পারে। শুধু ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। কারোর মধ্যে আগে থেকে কিছু থাকে না। যে কেউ যে চেষ্টা করলে অনেককিছু করতে পারে।’
‘লে মাস্ক’ ছবিটি পরিচালনা করেছেন এ আর রহমান। ছবিটি পরিচালনা করে বেশ আত্মবিশ্বাসী তিনি। ছবিতে অভিনয় করেছেন, গায় বার্নেট, নোরা আরনেজেদার, মারিয়াম জোহারবান সহ আরও বেশ কয়েকজন।
সূত্রঃ ডেকান ক্রনিকলস
বিডি-প্রতিদিন/ ৬ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত