সমকাম প্রেমের সিকোয়েন্সে নিয়ার চুম্বন দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই বিশেষ দৃশ্যে নিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী ইশা শর্মা।
গল্প অনুযায়ী নিয়া এক জন সুপারমডেল। তার চরিত্রের নাম আলিয়া। তার সঙ্গে সম্পর্ক তৈরি হয় বিবাহিত রণবীরের। এই চরিত্রে অভিনয় করেছেন নমিত খন্না। একদিন হঠাৎ খুন হয়ে যান রণবীরের স্ত্রী।
তারপর? এই গল্পের ফ্ল্যাশব্যাকে আলিয়ার সঙ্গে তার বন্ধু চিকিৎসক জারার ঘনিষ্ঠ সম্পর্ক দেখানো হয়েছে। সেখানেই রয়েছে এই চুম্বন দৃশ্য। যা নিয়ে এখন তুমুল আলোচনা শুরু হয়েছে ওয়েব ওয়ার্ল্ডে।
পরিচালক বিক্রম ভাট নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ‘টুইস্টেড’। সমকামী প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি।