সম্প্রতি সন্তানধারণ করেছেন সাইফ আলি খানের বোন তথা কারিনা কাপুরের ননদ সোহা আলি খান। তাই কারিনার প্রেগন্যান্সি পিরিয়ডের সঙ্গে সোহারও তুলনা শুরু করেছেন অনেকে। এটা মোটেও পছন্দ নয় সোহার।
সোহা বলেন, ‘প্রত্যেক মানুষ আলাদা। তাই কোনোভাবেই এই তুলনাটা ঠিক নয়। গর্ভাবস্থায় এক এক জনের শারীরিক অবস্থা এক এক রকম থাকে। কারো বেশি বিশ্রামের দরকার হয়। কেউ আবার চুটিয়ে কাজ করতে পারেন। তাই খাওয়ার পছন্দ বা পোশাক, সবটাই আলাদা হওয়া স্বাভাবিক। এই ধরনের তুলনা একদম ভুল।’
সোহার মাতৃত্বের খবরে খুশি দুই পরিবারই। শুধু অহেতুক এই তুলনা মেনে নিতে পারছেন না নায়িকা। সম্প্রতি তার স্বামী অভিনেতা কুণাল খেমু জানান, ‘সোহা আর আমার প্রথম সন্তানকে দেখতে পাবেন এই বছরের শেষ দিকে। আমাদের জয়েন্ট প্রোডাকশন। এই খবর জানাতে খুব ভাল লাগছে। আপনাদের আশীর্বাদ ও ভালবাসার জন্য ধন্যবাদ।’
বিডি প্রতিদিন/৭ মে ২০১৭/হিমেল