ব্রিটিশ কমেডিয়ান স্টিফেন ফ্রাই এক টিভি অনুষ্ঠানে 'ঈশ্বরদ্রোহী' মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এক দর্শকের অভিযোগের ভিত্তিতে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের পুলিশ এর তদন্ত শুরু করেছে।
২০১৫ সালে আরটিই টিভিতে প্রচারিত ওই অনুষ্ঠানে ফ্রাই প্রশ্ন তুলেছিলেন, "একজন বদমেজাজী, সংকীর্ণমনা, নির্বোধ ঈশ্বর - যিনি অন্যায়-অবিচার ও বেদনায় ভরা একটা পৃথিবী সৃষ্টি করেছেন - তাকে আমার সম্মান করতে হবে কেন?"
পরে অবশ্য ফ্রাই বলেছিলেন যে, তিনি কোন বিশেষ ধর্মের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলেননি।
তবে এ নিয়ে দর্শকের অভিযোগ পাবার পর পুলিশ মাঠে নেমেছে। পরীক্ষা করে দেখছে, স্টিফেন ফ্রাই কোন ফৌজদারি অপরাধ করেছেন কিনা। সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/এস আহমেদ