যত দিন যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তাও মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তার উপর নিজস্ব অ্যাপ বাজারে এনে তো রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। সেই অ্যাপ যদিও গুগলের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তাকে আরও একটু কাছ থেকে পেতে ভক্তদের উৎসাহকে আটকাতে পারেনি গুগল।
হট অ্যান্ড সিজলিং এই মডেল নিজেই জানিয়ে দিয়েছেন, কীভাবে তার অ্যাপটি ডাউনলোড করা যাবে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা হচ্ছে। বলছিলাম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সদা চর্চিত মডেল পুনম পাণ্ডের কথা। এবার তিনি জানালেন তার জীবনের আরও একটি গোপন রহস্যের কথা।
পারফেক্ট ফিগারের উদাহরণ দেওয়া হলে, সেই তালিকায় নিঃসন্দেহে উপরের দিকেই নাম থাকবে পুনমের। কীভাবে এত সুন্দর ফিগার ধরে রেখেছেন এই মডেল। কীভাবেই বা সুস্থ ও ফিট থাকেন তিনি। মডেল নিজেই তার উত্তর দিলেন। নিয়মিত ব্যায়াম ও সঠিক ডায়েটই তাকে ফিট রাখে। আর চিকিৎসকদের দূরে রাখতে কী করেন এমন প্রশ্নের জবাবে পুনম বলছেন, প্রতিদিন একটি করে আপেল খান তিনি। আর তাতেই রোগ মুক্ত থাকেন।
বিডি-প্রতিদিন/ ১১ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩