হলিউড পপস্টারের উপস্থিতিতে উপেক্ষিত হল ভারতীয় সংস্কৃতি। গতকাল রাত মুম্বাই উম্মাদ হয়েছিল জাস্টিন বিবারে। গ্র্যামি অ্যাওয়ার্ড প্রাপ্ত কানাডার গায়ক জাস্টিন বিবারের উপস্থিতিতে বিবার ফ্যানদের মধ্যে উত্তেজনা ছিল চরমে। আর ভারতের মাটিতে পা রাখতেই, সেই খবর কাভার করতে গিয়েই অস্কারজয়ী ভারতীয় গায়ক, সঙ্গীত পরিচালকের অনুষ্ঠান উপেক্ষা করল ভারতীয় সংবাদমাধ্যম। যা একেবারেই একটি লজ্জাজনক ঘটনা ভারতীয় সংস্কৃতির কাছে।
বিবারের কনসার্ট নিয়ে তার ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চোখে পড়ার মতো। বিবারের বিশ্বখ্যাত গানের সঙ্গে তাল মেলাতে প্রস্তুত মুম্বাইবাসী। ডি ওয়াই পাটিল স্টেডিয়াম যে অন্য চেহারা ধারণ করবে তা বলাই বাহুল্য। প্রায় ৪৫০০০ভক্তের ভিড়, বিবারের পারফরম্যানস। যেন এক অন্য পৃথিবী। তবে বিবারের আগমনেই এ আর রহমানের অনুষ্ঠান মাঝপথে ছেড়েই একের পর এক সংবাদসংস্থা এবং বিবারভক্তরা যেভাবে মেতে ওঠে তাতে অবশ্য হতবাক ভারতবাসী। এই বিষয়টি এ আর রহমানের কাছেও খুবই একটি অসম্মানজনক ঘটনা তা বলাই বাহুল্য
তবে, শুধু ভারতীয় সংবাদমাধ্যম এবং মুম্বাইবাসীই নয়, জাস্টিন বিবারের সঙ্গে স্টেজ ভাগ করে নিতে অনেক বলিউড সেলিব্রিটিও কম যান না।
বিডি-প্রতিদিন/ ১১ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫