বাহুবলী-২ মুক্তির ১০ দিনের মধ্যে পুরো বিশ্বে ১০০০ কোটি টাকার ব্যবসা করে সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি। কিন্তু নির্মাতা রাজামৌলি, অভিনেতা প্রভাস, রাণা দাগ্গুবাতি, অনুষ্কা শেট্টিদের পাশাপাশি এই কৃতিত্বের সমান ভাগীদার বিজয়েন্দ্র প্রসাদ। ছবির কাহিনিকার বিজয়েন্দ্রর সম্পর্কে সিংহভাগ দর্শকেরই অজানা। সেই বিজয়েন্দ্র এবার আরো এক ইতিহাস গড়তে আগ্রহী। এবার মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজির উপর কাজ করতে ইচ্ছুক বিজয়েন্দ্র।
ছত্রপতির উপর চিত্রনাট্য লিখতে চান তিনি। বড় পর্দায় ফের নতুন ইতিহাস গড়তে চান তিনি। তিনি জানিয়েছেন, শিবাজির বীরত্ব তাকে মুগ্ধ করে। তাই এবার শিবাজিকে নিয়ে কাহিনি লিখতে চান তিনি। যদিও ছত্রপতি শিবাজিকে নিয়ে কাজ আগেও হয়েছে।কিন্তু বিজয়েন্দ্রর আশ্বাস, এবার বড় পর্দায় শিবাজির লার্জার দ্যান লাইফ ভাবমূর্তিকে তুলে ধরবেন তিনি। বাহুবলীতে বুঁদ হয়ে থাকা সিনেপ্রেমীদের কাছে বিজয়েন্দ্রর আশ্বাস অবশ্যই সুখবর।
বিডি প্রতিদিন/এ মজুমদার