সনিকা সিং চৌহানের মৃত্যুর অভিযোগে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে গ্রেফতারের দাবি জানালেন কুণাল ঘোষ।তৃণমূলের সাসপেন্ড হওয়া ওই সাংসদের দাবি, কালিকাপ্রসাদের গাড়ির চালককে গ্রেফতার করা হলো, অথচ বিক্রম এখনও জেলের বাইরে রয়েছেন। কেন প্রভাবশালীরা বিক্রমের পাশে দাঁড়াচ্ছেন?
বিক্রমকে যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে কালিকাপ্রসাদের গাড়ির চালককেও মুক্তি দেওয়া হোক বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি কালিকাপ্রসাদের মৃত্যুতে তাঁর গাড়ির চালককে গ্রেফতার এবং সনিকার মৃত্যুতে বিক্রমকে কেন কারগারে ভরা হবে না? বিষয়টিকে কুৎসিত দ্বিমুখী নীতি বলেও কটাক্ষ করেন কুণাল। এবং, এই কুৎসিত দ্বিমুখী নীতি চলতে পারে না বলেও স্পষ্ট দাবি জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার