জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক পিএ কাজল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। লিভার সংক্রান্ত অসুস্থতায় তিনি রাজধানীর পশ্চিম ধানমন্ডির জেড এইচ সিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
কাজলকে হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পিএ কাজলের ছেলে ওম।
জানা যায়, গত ৪ মে সকালে তাকে সিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হলে বিকেলে সিসিইউতে নেওয়া হয়। এরপর থেকে তাকে সেখানেই রাখা হয়েছে। ড. মফিজুর রহমান এই পরিচালকের চিকিৎসার তত্ত্বাবধান করছেন। কাজলের অবস্থা বেশ গুরুতর। পরিবারের সদস্যরা সবার দোয়া কামনা করেছেন।
পিএ কাজল চাষী নজরুল ইসলামের সহকারী হিসেবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। ১৯৯১ সালে ‘গোধূলী’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
বিডি প্রতিদিন/ ১২ মে ২০১৭/আরাফাত