বলিউডে সালমান খানের কথা অমান্য করার সাহস রাখেন এমন মানুষের সংখ্যা খুব কম। সালমান চেয়েছেন, আমির খান-অমিতাভ বচ্চনের পাশাপাশি 'থাগস অব হিন্দুস্থান'এ তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফও অভিনয় করুক। শেষ পর্যন্ত ছবির জন্য চূড়ান্ত করা হয়েছে ক্যাটরিনাকেই।
আমির খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুক ও টুইটারে বৃহস্পতিবার রাতে আমির লিখেছেন, শেষ পর্যন্ত আমরা আমাদের শেষ থাগ (খুনি)কেও পেয়ে গেছি... ক্যাটরিনা!
বর্তমানে ক্যাটরিনা আবু ধাবিতে সালমানের সঙ্গে 'টাইগার জিন্দা হ্যায়' ছবির শ্যুটিং করছেন। ২০১২ সালে মুক্তি পাওয়া 'এক থা টাইগার' এর সিক্যুয়েল হিসেবে ছবিটি নির্মাণ করছেন আলী আব্বাস জাফর।
আদিত্য চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজের ব্যানারে 'থাগস অব হিন্দুস্থান' ছবিটি পরিচালনা করবেন বিজয় কৃষ্ণ আচার্য। এর আগে এ নির্মাতা আমির-ক্যাটরিনাকে নিয়ে 'ধুম থ্রি' নির্মাণ করেছিলেন এ নির্মাতা। ২০১৮ সালে দিওয়ালি উপলক্ষে ছবিটি মুক্তি পাবে। ছবিটিতে আমিরের 'দঙ্গল' কন্যা ফাতিমা সানা শেখকেও দেখা যাবে। ছবির শ্যুটিং শুরু হচ্ছে আগামী ১ জুন।
(হিন্দুস্থান টাইমস অবলম্বনে ফারজানা)
বিডি প্রতিদিন/১২ মে, ২০১৭