বলিউডে ইদানিং নিত্যনতুন অভিনব বিষয় নিয়ে ফিল্ম তৈরি হচ্ছে। চিরাচরিত প্রেমের গল্প থেকে বেরিয়ে কখনো মাফিয়া, কখনো খেলা, কখনো তাদের সেনাবাহিনীর বীরত্বগাথা নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। এবার খিলাড়ি অক্ষয়কুমার যে সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তার বিষয়বস্তু শৌচাগার। নাম ‘টয়লেট এক প্রেমকথা’। ছবির প্রচারের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন অক্ষয়। ছবির নাম শুনে নাকি হাসি চাপতে পারেননি প্রধানমন্ত্রী। সে কথা নিজেই জানিয়েছেন অক্ষয়।
টুইটারে তিনি লিখেছেন, ‘আমার ফিল্মের নাম শুনে মোদিজি প্রথমে চমকে গিয়েছিলেন। তারপরে খুব হেসেছেন। এই হাসিটা সারা জীবন মনে রাখব।’ আগামী ১১ আগস্ট মুক্তি পাবে এই ছবিটি। পরিচ্ছন্ন ভারত তৈরি করার জন্য এবং শৌচাগার ব্যবহারের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার জন্য উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই উদ্যোগকে বাস্তবায়িত করতে এই ছবি সাহায্য করবে বলে জানিয়েছেন অক্ষয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ