দেবদাস ছবি নিয়ে প্রথমবার কান উৎসবে গিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সঞ্জয় লীলা বনশালীর সেই দেবদাস ছবিটি এ বছর আবারও কান উৎসবে দেখানো হবে। আগামী ২০ মে প্যারিস ওপেন এয়ার সিনেমা ইভেন্টের সেই অনুষ্ঠানে ছবিটির সঙ্গে দর্শকদের পরিচিত করবেন দেবদাসের পার্বতী ওরফে ঐশ্বরিয়া।
একটি আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ১৯ ও ২০ তারিখ লাল কার্পেটে হাঁটবেন ঐশ্বরিয়া। ১৭ থেকে ২২ তারিখ হবে আউটডোর সিনেমা ইভেন্ট। তাতে যে ছবিগুলি দেখানো হবে, সেগুলি বেছে নেবেন ওই প্রসাধনী ব্র্যান্ডের ৬ অভিনেত্রী অ্যাম্বাসাডর।
ঐশ্বরিয়া ছাড়াও কানে থাকবেন দীপিকা পাড়ুকোন ও সোনম কাপুর। জুলিয়ান মুরে ও সুসান সারান্ডনের সঙ্গে ১৭ ও ১৮ তারিখ লাল কার্পেটে হাঁটবেন দীপিকা। ২১ ও ২২ মে দেখা যাবে সোনম কাপুরকে।
বিডি-প্রতিদিন/১৪ মে, ২০১৭/মাহবুব