অভিনেত্রী হিসেবে শ্রীদেবী দর্শকদের কাছে যতই জনপ্রিয় হোন না কেন, বাড়িতে ফিরলে তিনি অনেকের মতো তার সন্তানদের কাছে একজন সাধারণ মা। এমনকি শ্রীদেবীর অভিনয় দেখে তার ভক্তদের প্রশংসা করলেও বাড়িতে তাঁর একটি বিশেষ জিনিস প্রিয়জনদের ঘোর অপচ্ছন্দের। বিশেষত মায়ের ওই বিশেষ জিনিসটি একেবারেই পছন্দ করেন না তাঁর দুই মেয়ে জাহ্নবী এবং খুশি। আর তা একাধিকবার জানিয়েছেন নায়িকাকে। কী সেই বিশেষ জিনিস? এতদিনে তা শেয়ার করেছেন খোদ শ্রীদেবী।
সম্প্রতি আসন্ন ছবি ‘মম’-এ প্রচারে একটি রিয়ালিটি শোতে গিয়েছিলেন শ্রীদেবী। সেখানে তিনি বলেন, ‘‘মেয়েরা আমার গলার আওয়াজটা একেবারেই পছন্দ করে না। ঘুমোতে যাওয়ার সময় ওদের গল্প বললে কোনওদিন ঘুমোতে চাইত না। আরও গল্প শুনতে চাইত। কিন্তু যখনই ঘুমপাড়ানি গান গাইতাম তখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত। কারণ আমার গলাটা ওদের এতটাই খারাপ বলে মনে হত যে, ওরা চাইত না, আমি আবার গান গাই। ফলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে ওরা নিজেরাই মুক্তি পেত।’’
বিডি-প্রতিদিন/১৪ মে, ২০১৭/মাহবুব