বাহুবলী সাফল্য নিয়ে চারদিকে যখন আলোচনা তুঙ্গে, তখনই সামনে এলো নতুন এক তথ্য। ছবিটির পরিচালক এস এস রাজামৌলি নিজেও বাহুবলীতে অভিনয় করেছেন। দর্শক হিসেবে হয়তো আপনারা তাঁকে দেখেছেন বড়পর্দায়। কিন্তু চিনতে পারেননি।
একটু মনে করিয়ে দেওয়া যাক। ‘বাহুবলী দ্য বিগিনিং’-এ একটি ক্যামিও চরিত্রে ছিলেন রাজামৌলি। মনে পড়ছে? অমরেন্দ্র বাহুবলী এক মদ বিক্রেতার সঙ্গে তর্ক করছিলেন? তাঁকে আরও বেশি করে পানীয় দিতে বলছিলেন প্রভাস। সেই দৃশ্যে ওই মদ বিক্রেতার ভূমিকায় অভিনয় করেছিলেন পরিচালক রাজমৌলি স্বয়ং। তবে ‘বাহুবলী: দ্য কনক্লুশান’-এ নিজের জন্য কোন চরিত্র রাখেননি তিনি।
বিডি-প্রতিদিন/১৪ মে, ২০১৭/মাহবুব