সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবেই ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের অবসান ঘটিয়েছেন মালাইকা আরো খান। বিয়ের পর স্বামী আরবাজ খানের নামের শেষাংশ নিজের নামের সঙ্গে যোগ করেছিলেন। কিন্তু এখন আর 'খান' পদবীটাও আর সহ্য করতে পারছেন না মালাইকা।
সম্প্রতি গুজরাটের বাদোদারা শহরে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যান মালাইকা। সেখানে তার নেমপ্লেটে লেখা ছিল 'মালাইকা আরোরা খান'। পরে আয়োজকদের নির্দেশ দেন 'খান'কে ফেলে দিতে। তার কথা মতো নেমপ্লেটের কাগজ থেকে 'খান' শব্দটি ছিড়ে ফেলে দেয়া হয়।
(ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে)
বিডি প্রতিদিন/১৫ মে, ২০১৭/ফারজানা