‘বাহুবলী ২’ ছবিটি বক্স অফিসের রেকর্ডে ভারতীয় সিনেমায় ইতিহাস সৃষ্টি করেছে। দর্শক এখন এক নামেই ‘বাহুবলী’ অর্থাৎ প্রভাসক থেকে শুরু করে পরিচালক এস এস রাজামৌলিকেও চেনেন। এমনকি বাকি চরিত্রদেরও আলাদা করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু এই মহাযজ্ঞের নেপথ্যে যিনি রয়েছেন, সেই মানুষটি রয়ে গেছেন সবার আড়ালে। অর্থাৎ এই ছবিটির গল্প যিনি লিখেছেন, তাকে আদতে কয়জনই বা চেনে।
‘বাহুবলী ২’-এর গল্পটি যিনি লিখেছেন, তিনি হলেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। মূলত তেলুগু ছবিতে চিত্রনাট্যকার হিসেবে কাজ করেন বিজয়েন্দ্র। তবে বলিউডি ছবিতেও বেশ কিছু স্ক্রিপ্ট লিখেছেন তিনি। ১৯৮৮ নাগাদ চিত্রনাট্য লেখার কাজ শুরু করেন তিনি। এখনও পর্যন্ত প্রায় ২৫টি ছবির চিত্রনাট্য লিখেছেন। খুব কম কথার মানুষ বিজয়েন্দ্রকে ‘বাহুবলী ২’-এর বাণিজ্যিক সাফল্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন, ‘‘ধন্যবাদ, আমি খুব খুশি।’’ তার লেখা সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ও বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল।
বিডি-প্রতিদিন/ ১৫ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০