সারফারোশ’, ‘তালাশ’, ‘কিক’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘রইস'র পর নওয়াজুদ্দিন সিদ্দিকির পরবর্তী ছবি 'বাবুমশাই বন্দুকবাজ'। ছবিটির ট্রেলারে নজর কেড়েছেন বলিউড অভিনেতা । নওয়াজের চেষ্টা থাকে সবসময় ব্যতিক্রমী কিছু করার। এ ছবিতেও দর্শকেরা দেখতে পাবেন ভিন্ন নওয়াজকে।
'বাবুমশাই বন্দুকবাজ' ছবিতে টলিউড অভিনেত্রী বিদিতা বাগের সঙ্গে বেশ কয়েকটি রোম্যান্টিক দৃশ্যে অংশ নিয়েছেন নওয়াজ। এসব দৃশ্যে সচরাচর দেখা যায় না তাকে। নওয়াজ জানিয়েছেন, দৃশ্যগুলি নিয়ে তিনি বেশ নার্ভাস ছিলেন৷
কুষাণ নন্দি পরিচালিত 'বাবুমশাই বন্দুকবাজ' ছবিতে আরও অভিনয় করেছেন ছবিতে যতীন গোস্বামী, শ্রদ্ধা দাস, দিব্যা দত্ত প্রমুখ৷ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৫ আগস্ট।
বিডি প্রতিদিন/১৫ জুলাই, ২০১৭/ফারজানা