আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করেছে বাংলা টিভি। এতে প্রচারিত হয়েছে খ্যাতনামা নির্মাতাদের নাটক, টেলিফিল্ম , নিজস্ব অনুষ্ঠান ও খবর। আজ শনিবার থেকে বাংলা টিভির অনুষ্ঠানমালায় যুক্ত হতে যাচ্ছে আরো অনেকগুলো নতুন ধারাবাহিক, খণ্ড নাটক, বিভিন্ন নতুন অনুষ্ঠান এবং নিউজভিত্তিক বিভিন্ন আয়োজন।
অনুষ্ঠানমালায় আছে তিন প্রজন্মের বধূদের মানসিকতার পার্থক্য নিয়ে হাসির ধারাবাহিক 'বৌ-বিবি-বেগম'। এজাজ মুন্নার রচিত ও পরিচালিত এই ধারাবাহিকে অভিনয় করেছে মীর সাব্বির, কুসুম সিকদার, সাজু খাদেম, উর্মিলা শ্রাবন্তি কর, ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, আলভী, আখম হাসান, আব্দুল কাদের, আল মনসুর, শামীমা নাজনীন, শহীদুল ইসলাম সাচ্চু, প্রমুখ। প্রচারিত হবে প্রতি রবি-সোম-মঙ্গলবার রাত ৮ টায়।
শাহজাহান সৌরভের রচনায় মিডিয়া মোঘলের পারিবারিক গল্প নিয়ে ধারাবাহিক 'টক্কর' । অভিনয় করেছেন তারিক আনাম খান, গাজী রাকায়েত, মীর সাব্বির, ইন্তেখাব দিনার, জেনি, ফারজানা চুমকি, নওশাবা, ফারজানা ছবি, তানিয়া হোসেন, শেলী আহসান, শাহেদ আলী, অশোক ব্যাপারি, নাফা। পরিচালনা করেছেন দীপংকর দীপন। 'টক্কর' প্রচারিত হবে প্রতি রবি-সোম-মঙ্গলবার রাত ৮.৩০ মিনিটে।
শহরের কর্মজীবী নারীদের নিয়ে আরবান লাইফ ড্রামা 'তিলোত্তমাস'। নাজনীন চুমকির রচনা ও পরিচালনায় এই ধারাবাহিকে অভিনয় করেছন তৌকির আহমেদ, সোহানা সাবা, রওনক হাসান, হৃদি হক, তানজিকা আমিন, শাহাদত হোসেন, নাদিয়া মীম, সুমনা সোমা, কল্যাণ কোরাইয়া, তৌসিফ, আরফান প্রমুখ। এটি প্রচারিত হবে প্রতি বুধ-বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটে।
ভিন্ন গল্প, ভিন্ন নির্মাতার নির্মিত 'রহস্যময়' ধারাবাহিকটি নির্মাণ করেছেন বদরুল আনাম সৌদ, আলভী আহমেদ প্রমুখ নির্বাচিত নির্মাতাগণ। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সূর্বণা মুস্তাফা, শাহাদত হোসেন, মৌসুমী হামিদ, সমাপ্তি ওয়াদুদ, নিশা প্রমুখ। প্রচারিত হবে প্রতি শুক্র ও শনিবার, রাত ৮ টায়।
প্রতি সপ্তাহে থাকছে একটি করে নতুন একক নাটক। দুপুরে ধারাবাহিক নাটকগুলোর অমনিবাস। যেখানে সবগুলো পর্ব একসাথে দেখতে পাবেন দর্শকেরা। একক নাটক প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত ৯ টায়।
বিশ্ব চলচ্চিত্রের খবরাখবর নিয়ে অনুষ্ঠান 'সিনেমাটিক', বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান- 'ওয়ার্ল্ড অব সায়েন্স', 'বিনোদন বিশ্ব', সাদা কালো যুগের বাংলা সিনেমার গান নিয়ে অন্ষ্ঠুান 'সাদা কালো' বিভিন্ন সময়ে কপি হয়ে যাওয়া চলচ্চিত্রের চুলচেরা বিশ্লেষণ নিয়ে 'কপি ক্যাট', ভিন্নধর্মী গানের অনুষ্ঠান 'গান ভালবেসে গান', 'বিশ্ব জুড়ে মিউজিক', মিউজিক ভিডিও নির্মাণের খুঁটিনাটি নিয়ে 'সাউন্ড অফ মিউজিক', তারকাদের জীবনযাপন নিয়ে অনুষ্ঠান 'দিনে রাতে তারার সাথে', ক্যাম্পাস ভিত্তিক গেম শো 'ই আর কি স্ট্রীট', ম্যাজিক নিয়ে 'শহরে জাদুকর', স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান 'স্বাস্থ্যকথা', আইন বিষষক অনুষ্ঠান 'ল চেম্বার', সিনেমার গান নিয়ে 'ঢালিউড বিটজ' এবং স্টুডিও লাইভ গানের অনুষ্ঠান ।
নিউজ বিভাগের পক্ষ থেকে প্রতিদিন চারটি নিউজ ছাড়াও থাকছে - বিজনেস প্রোফাইল শো 'দি মার্চেন্ট' ব্যাংক ও ইন্সুরেন্স বিষয়ক অনুষ্ঠান, কালচারাল শো 'বাংলার সংস্কৃতি', স্পোর্টস শো 'বাংলার খেলাধুলা' প্রতিদিনের টক শো 'বাংলা টক'। প্রবাসীদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে প্রতিদিনের সংবাদ 'বিশ্ব বাংলা' প্রচারিত হচ্ছে রাত ১২.৩০ মিনিটে।
বিডি প্রতিদিন/১৫ জুলাই, ২০১৭/ফারজানা