তিনি বলিউড পরিবারের অন্যতম অভিভাবক। পরিবারের ছোট সদস্যদের কার কবে জন্মদিন, কার অভিনয় ভালো হয়েছে, এই সব বিষয়েই তিনি সব সময়ই আপডেট থাকেন। সময় মতো শুভেচ্ছা বার্তাও পাঠান। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই উত্তর পান না। স্বভাবতই এতে বড় দুঃখ পান বিগ বি।
এর আগে সোনম কাপুর এড়িয়ে গিয়েছিলেন তার শুভেচ্ছা। আর এবারে সিনিয়র বচ্চনকে এই দুঃখ দিলেন রণবীর সিং।
আসলে বলিউডের নবীনদের প্রতি বরাবরের 'কেয়ারিং' বিগ বি। সিনিয়র সুলভ কোনও রকম ইগো তার নেই। নবীনরা যখনই ভালো কাজ করেছেন তখনই মুক্ত কণ্ঠে প্রশংসা করেছেন। জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাতেও কখনও কার্পণ্য করেন না। কিন্তু কখনও বয়সের চাপল্য বা কখনও সৌজন্য বোধের অভাবে সেই বার্তার উত্তর দেয় না মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন প্রজন্ম।
কারও কাছে আবার বিগ বি'র মতো বিগ পার্সোনালিটির থেকে শুভেচ্ছা বার্তা পাওয়া আশাতীত ঘটনা। তাই সব সময় হয়তো খেয়াল করেন না। উত্তর না দেওয়ার এই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন রণবীর সিং।
বিগ বি'র অভিযোগ, গত ৬ জুলাই তিনি বলিউডের বাজিরাওকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু রণবীর তার উত্তর দেননি। এতেই গোঁসা হয়েছে শাহেনশার। সেকথা সম্প্রতি নিজের জুনিয়রকে মনে করিয়েও দেন তিনি।
বিডি প্রতিদিন/১৫ জুলাই ২০১৭/আরাফাত