'বি' গ্রেডের ছবি দিয়ে বলিউড যাত্রা করলেও ক্যাটরিনা কাইফ এখন চলচ্চিত্র শিল্পটির সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রীদের একজন। ২০০৫ সালে সালমানের সঙ্গে 'ম্যায়নে পেয়ার কিউ কিয়া?'র পর আর পেছন ফিরে তাকাতে হয়।
নানা ঝড়-ঝাপ্টা সামাল দিয়ে 'নমস্তে লন্ডন', 'আপনে', 'ওয়েলকাম', 'সিং ইস কিং', 'নিউ ইয়র্ক', 'এক থা টাইগার', 'জাব তাক হ্যায় জান'এর মতো ছবি দিয়ে দর্শকদের বিনোদিত করেছেন।
খুব শীঘ্র মুক্তি পাচ্ছে ক্যাটরিনার 'টাইগার জিন্দা হ্যায়' ছবিটি। এতে তার সহশিল্পী সালমান খান। এখন কাজ করছেন আমির খান-অমিতাভ বচ্চনের সঙ্গে 'থাগস অব হিন্দুস্থান' ছবির। হাতে আছে 'ডোয়ার্ফ' ছবির কাজ। এতে তার সহশিল্পী বলিউড কিং শাহরুখ খান। আজ ক্যাটরিনার ৩৪তম জন্মদিন। এ উপলক্ষে তার কিছু দুর্লভ ছবি প্রকাশ করেছে বলিউড লাইফ।
বিডি প্রতিদিন/১৬ জুলাই, ২০১৭/ফারজানা