তামিল গান গাওয়ায় লন্ডনে গত ৮ জুলাই আয়োজিত অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমানের কনসার্ট শেষ না হতেই আসন ছাড়েন বেশ কিছু দর্শক। এ নিয়ে তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন কেউ কেউ।
টুইটারে এসব ক্ষিপ্ত শ্রোতারা টিকেটের দামও ফেরত চেয়েছেন আয়োজকদের কাছে। কনসার্টে তারা নাকি হিন্দি গান শুনতে গিয়েছিলেন। অথচ এ আর রহমান তামিলই বেশি গেয়েছেন। তবে দিল সে, জয় হো'র মতো জনপ্রিয় হিন্দি গানও গেয়েছিলেন এ আর রহমান। তারপরও শ্রোতারা তার ওপর ক্ষোভ ঝেড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আইফা অ্যাওয়ার্ডে অংশ নিতে এ আর রহমান এখন নিউ ইয়র্কে। কনসার্ট ঘিরে বিতর্কের জবাবে তিনি বলেছেন, 'আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করি। সৎ থাকার চেষ্টা করি।' বিক্ষোভকারীদের সমালোচনাও গায়ে মাখছেন না এ আর রহমান। তিনি বলেছেন, 'বছরের পর বছর ধরে তারা আমাকে সমর্থন দিয়েছেন। তাদের ছাড়া আমি কিছুই নই। আমি সবার প্রতি কৃতজ্ঞ!' সূত্র : এনডিটিভি
বিডি প্রতিদিন/১৬ জুলাই, ২০১৭/ফারজানা