মডেল ও অভিনেত্রী সাফা কবির অনেকদিন ধরেই বিজ্ঞাপন এবং নাটকে কাজ করছেন। কিন্তু এখনো কোনো গানের মডেলিংয়ে দেখা যায়নি তাকে। তবে সে বাধাও কেটে যাচ্ছে এবার। প্রথম একটি গানের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন সাফা।
জানা গেছে, ‘মিথ্যে গল্প’ শিরোনামের একটি গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে তাকে। এতে তার সঙ্গে থাকবেন ছোট পর্দার অভিনেতা সিয়াম। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী নাহিদ মেহেদী। সুর ও সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী।
এ ব্যাপারে সময়ের সম্ভাবনাময় মডেল ও অভিনেত্রী সাফা বলেন, ‘এটেই আমার প্রথম গানের ভিডিও। এর আগে আমাকে অনেকেই গানের ভিডিওতে মডেল হওয়ার প্রস্তাব দিয়েছেন। কিন্তু নানা কারণে কাজ করা হয়ে ওঠেনি। তবে এই গানটি শোনার পর ভালো লেগেছে। মনে হয়েছে একটা দারুণ গল্প আছে।’
গানটি চলতি মাসের শেষে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির অফিশিয়াল ইউটিউব ও ফেসবুক পেজে আপলোড করা হবে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১৬ জুলাই, ২০১৭/ওয়াসিফ