হতদরিদ্র আলাদীন ও রাজকুমারী জেসমিনের প্রেমকাহনী নিয়ে ছবি তৈরি করবে ডিজনি। কিন্তু আলাদিন ও জেসমিনের চরিত্রে কাউকে চূড়ান্ত করতে পারছিল না ডিজনি।গত সপ্তাহে ডিজনি জানায়, তারা বিষয়টি নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে।
বিখ্যাত দৈত্যের চরিত্রে হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথকে অনেক আগেই চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু নায়ক-নায়িকা পাচ্ছিল না ডিজনি। পরে ইন্টারনেটের বাসিন্দারাই ডিজনিকে সাহায্য করতে এগিয়ে আসে। তারা বেশ কিছু নাম প্রস্তাব করেন।
অবশেষে ডিজনিও পেয়ে গেছে রূপকথার জনপ্রিয় সেই আলাদীন ও জেসমিনকে। জনপ্রিয় নির্মাতা গাই রিচির পরিচালনায় আলাদীন হচ্ছেন মিনা মাসুদ এবং জেসমিন হচ্ছেন নাওমি স্কট। সূত্র : হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/১৬ জুলাই, ২০১৭/ফারজানা