সম্প্রতি বলিউড অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকীর নিজের বায়োগ্রাফি নিয়ে আলোচনা তুঙ্গে। বায়োগ্রাফিতে তিনি এমন সব কথা লিখেছেন যা নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় বইছে। বায়োগ্রাফির একটি অংশে তিনি লিখেছেন, ‘প্রায় সব মেয়ের সঙ্গেই দেখা করতাম, সম্পর্ক হত, তারপর অন্তরঙ্গ হতাম, তবে সেটা একেবারেই ভালোবাসার সম্পর্ক নয়।’
নওয়াজ জানিয়েছেন, একদিন এক শ্যুটিং সেটে আমি আর আমার কো স্টার নীহারিকা সিং (অভিনেত্রী তথা প্রাক্তন মিস ইন্ডিয়া) ডান্স সিকোয়েন্স নিয়ে ব্যস্ত ছিলাম, হঠাৎ নীহারিকার একটা অসুবিধা হয় আর সে দৌড়ে মেকআপ ভ্যানে চলে যায়। এরপর আমি তাকে অনেকবার জিজ্ঞাসা করার পরও তার কাছ থেকে কোন উত্তর পাইনি। তারপর আমি তাকে জিজ্ঞাসা করা বন্ধ করে দেই। একদিন তাকে আমার বাড়িতে ডাকি কিছু রান্না করে একসঙ্গে ডিনার করব বলে। সেদিন নীহারিকা এক অসাধারণ সিল্কের পোশাক পড়ে আসে আমার বাড়িতে। তারপর সে যথারীতি রান্না করে, একসঙ্গে খাওয়া-দাওয়া পর্ব মিটিয়ে গল্পে মজি। তাকে এতটাই অপূর্ব লাগছিল যে, আমি নিজেকে সামলাতে পারিনি। দু’জনের ইচ্ছাতেই অন্তরঙ্গ হই।
এরপর বহুবার আমরা অন্তরঙ্গ হই। তবে কোন ভালোবাসার সম্পর্ক ছিলো না আমাদের। আমি অনেক মেয়ের সঙ্গেই শারীরিক সম্পর্কে ছিলাম তবে তাদেরও কখনও আমি ভালোবাসি বলিনি। তবে এই ঘটনার পর আমি নীহারিকার সঙ্গে আবারও যখন শারীরিক সম্পর্কে যেতে চাই সে জানায় অনেক হয়েছে, এবার এখানে আমাদের থামা দরকার। আমি তাকে বহুবার সরি বলি। তবে তার কাছ থেকে রিপ্লাই মেলেনি। ব্যাস! এখানেই শেষ।
সূত্র: গো নিউজ ২৪
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৭/হিমেল