অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয় উপস্থাপিত 'সেন্স অব হিউমার' অনুষ্ঠানটি ইতিমধ্যে সর্বমহলের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি অতিথিদের 'বিতর্কিত' প্রশ্ন করেও নিন্দিত হয়েছেন তিনি। এই অনুষ্ঠানের এক এপিসোডে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সম্পর্কে কথা বলে জয় সমালোচিত হয়েছেন।
সম্প্রতি 'সেন্স অব হিউমার' এর একটি পর্বেই এ নিয়ে কিছু কথা বলেছেন শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, এই অনুষ্ঠানটিকে ঘিরে কিছু বিতর্ক তৈরি হয়েছে। আমাদের খুবই প্রিয়, দেশের সর্বোচ্চ নায়ক শাকিব খান ভাই, ওনার যে ভক্তরা আছেন, তারা বরাবরই আমাকে ভুল বোঝেন যে আমি শাকিব খানকে অপমান বা ছোট করে কথা বলি। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বাংলাদেশের সেরা নায়ক শাকিব খান। আমি ব্যক্তিগতভাবে তার ভক্ত।
জয় আরও বলেন, আমার ঈদের বিশেষ এপিসোডে আমি তাকে আনবার চেষ্টা করছি। আপনারা কখনই আমাকে ভুল বুঝবেন না। আমি কাউকে অপমান করার জন্য এ অনুষ্ঠান করি না। আমি চাই নির্মল একটি বিনোদন এবং বিনোদনের মাধ্যমে আপনাদের তথ্য দিতে।
বিডি প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৮/ফারজানা