জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’খ্যাত কিট হ্যারিংটন ও রোজ লেসলি বিয়ে করছেন। আগামী ২৩ জুন স্কটল্যান্ডে গাঁটছড়া বাঁধছেন তারা।
এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে বাগদান সম্পন্ন করেন রোজ-হ্যারিংটন জুটি। ২০১২ সাল থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। গত জানুয়ারিতে একসঙ্গে একটি বাড়িও কিনেন এ জুটি।
‘গেম অব থ্রোনস’ টিভি সিরিজের সেটেই পরিচয় হয় রোজ-হ্যারিংটন জুটির। এই টিভি সিরিজে জন স্নোর চরিত্রে অভিনয় করছেন কিট হ্যারিংটন। অন্যদিকে ইগ্রিট চরিত্রে অভিনয় করেন রোজ। পর্দায় তাদের রোমান্স দর্শকের নজর কাড়ে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর