‘নাইট শো’ চালু করছে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
দর্শকদের সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, আগামীকাল শুক্রবার থেকে নাইট শো চলবে। প্রাথমিকভাবে প্রতি শুক্র ও শনিবার এই শো থাকবে ৮টা ৩০ মিনিট ও ৯টায়। মূলত দর্শকদের চাহিদার কথা বিবেচনা করেই নাইট শো চালু করা হচ্ছে।
এই কর্মকর্তা আরো বলেন, আমরা সবসময় দর্শকদের চাহিদাকে মূল্যায়ন করার চেষ্টা করি। আশাকরি অনেক দর্শক এর সুবিধা ভোগ করবে। যদি দেখি দর্শকদের উপস্থিতি আশানুরূপ তাহলে সপ্তাহের প্রতিদিনই নাইট শো চলবে।
বর্তমানে একটি ভিআইপিসহ মোট ছয়টি হল রয়েছে স্টার সিনেপ্লেক্সের। এগুলোতে প্রতিদিন প্রায় চারটি করে শো হয়ে থাকে। এর সঙ্গে নতুন দুটি করে প্রর্দশনী যুক্ত হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন