ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদেশ থেকেও বেশ কয়েকটি গান মুক্তি পায়। তাদের মধ্যে অন্যতম এ প্রজন্মের কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ-এর লেখা ‘বিশ্ব তোমার দৃষ্টি ফেরাও’ শিরোনামের গানটি। ১৯ মে মানুষে মানুষে সম্প্রীতির বার্তা নিয়ে অনলাইন ও ইউটিউবে মুক্তি পায় গানটি। গীতিকার মাহবুবুল এ খালিদ নিজেই গানটিতে সুর দিয়েছেন।
আতিকুর রহমান রোমানের সংগীতায়োজনে ‘ক্লোজআপ ওয়ান’ তারকা পুলক অধিকারী এবং ‘বাংলাদেশ আইডল’ খ্যাত সানজিদা মাহমুদ নন্দিতার কণ্ঠে গানটি বেশ শ্রুতিমধুর হয়েছে।
মুক্তির পরপরই গানটি দর্শক-শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়। বিশেষ করে গানটির কথা ছুঁয়ে যায় সবার হৃদয়। মাহবুবুল এ খালিদের ইউটিউব চ্যানেলে গানটির ভিউ হয়েছে দুই লাখেরও বেশি। ফেসুবক পেইজে গানটিতে লাইক দিয়েছেন ১৭ হাজারেরও বেশি ব্যবহারকারী। এসেছে অসংখ্য মন্তব্য। ‘খালিদ সংগীত’ ডটকম থেকেও অনেক শ্রোতা গানটি শুনেছেন এবং ডাউনলোডও করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা