বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্প নিয়ে ঈদুল ফিতরে বৈশাখী টিভিতে প্রচার হবে তিন নাটক। এরমধ্যে দুইটি একক এবং একটি ধারাবাহিক।
নাটক তিনটি হচ্ছে, ‘ভাবীর দোকান’, ‘বরিশাল টু ঢাকা’ এবং ৭ দিনের ধারাবাহিক ‘ঈদ বোনাস’।
ঈদের দিন এবং ঈদের পরের দিন ৮ টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক ভাবীর দোকান ও বরিশাল টু ঢাকা। ঈদ অনুষ্ঠানমালার প্রতিদিন রাত সাড়ে ১০ টায় প্রচার হবে ধারাবাহিক ঈদ বোনাস।
পরিচালক সকাল আহমেদের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, স্বাগতা, নাসিম, মুনিয়া, তানভির প্রমুখ।
কমেডি পরিচালক আকাশ রঞ্জনের পরিচালনায় ভাবীর দোকান- নাটকে অভিনয় করেছেন রওনক হাসান, নাজিরা মৌ, রাশেদ সীমান্ত,কচি খন্দকার, বিনয় ভদ্র, নীলা প্রমুখ।
বরিশাল টু ঢাকা পরিচালনা করেছেন জিয়াউর রহমান জিয়া। অভিনয় করেছেন অহনা, রাশেদ সীমান্ত, শফিক খান দিলু, হায়দার আলী, নীলা রহমান প্রমুখ।
নাটক নিয়ে বলতে গিয়ে টিপু আলম মিলন বলেন, ঈদের আনন্দে দর্শক কাঁদতে চায় না। একশ’ ভাগ বিনোদনে হাসতে চায়। তাদের কথা চিন্তা করেই আমার এ গল্প। আমার গল্পে নির্মিত বিগত দিনের নাটকগুলোর মতো এ নাটকও দর্শক সমাদৃত হবে বলে আমার বিশ্বাস।
বিডি প্রতিদিন/এ মজুমদার