বাংলাদেশ-আফগানিস্তানের খেলা নিয়ে ৫০০ টাকা বাজি ধরে জিতেছেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি।
নিজের ফেসবুকে ৫০০ টাকার ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাজিতে জিতে গেছি। এভাবে জিততে চাই।’
চিত্রনায়িকা পপি বলেন, ‘ক্রিকেট খেলা আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে। বাংলাদেশের খেলা হলে মজা করে খেলা দেখি। গতকালও ঘরে বসে খেলা দেখছিলাম। কয়েকজন ভয় দেখাচ্ছিলো যে বাংলাদেশ হেরে যাবে। তাই তাদের সঙ্গে বাজি ধরেছিলাম। আলহামদুলিল্লাহ, টাইগাররা জিতেছে। সাকিব, মুশফিক দারুণ খেলেছে কাল।
খেলা জিতে বাজিতে জিতেছি। তাই ভাবলাম সবার সঙ্গে শেয়ার করি।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন