বর্ষীয়ান অভিনেতা রবার্ট ফরস্টার শুক্রবার লস অ্যাঞ্জেলেসে মারা গেছেন। ৭৮ বছর বয়সী ফরস্টার দীর্ঘদিন ব্রেইন ক্যান্সারে ভুগছিলেন।
কুয়েন্টিন টারান্টিনোর ‘জ্যাকি ব্রাউন’ (১৯৯৭) সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা সহযোগী অভিনেতা হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন লাভ করেন। সিনেমাটিতে ম্যাক্স চেরি চরিত্রে তিনি অভিনয় করেন।
এ পর্যন্ত একশ’র বেশি সিনেমায় অভিনয় করেছেন রবার্ট ফরস্টার। সবশেষ ‘এল ক্যামিনো: অ্যা ব্রেকিং ব্যাড মুভি’ সিনেমায় তাকে এড চরিত্রে দেখা যায়। আশির দশকে স্টিভেন স্পিলবার্গের সাড়া জাগানো সায়েন্স ফিকশন টিভি সিরিজ ‘অ্যামাজিং স্টোরিস’ তাকে দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার